গোপালগঞ্জ জেলার সদর উপজেলার প্রান কেন্দ্র কাজুলিয়া ইউনিয়ন পরিষদ। ১০১৮,১০৩২,১০৩৩ ও ১০৩৪ নং দাগে ৬৫ কাজুলিয়া মৌজায় ১৩২৬, ১২৪২ ও ১২৪৩ নং এস খতিয়ানে ৫০ শতাংশ জমির উপর কাজুলিয়া ইউনিয়ন পরিষদ কমপেক্স ভবনটি অবস্থিত।
কাল পরিক্রমায় আজ কাজুলিয়াইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ১৬নং কাজুলিয়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন– ৩,২৫৭একর।
গ) লোকসংখ্যা – ৩২,৪২০ জন (প্রায়) (২০১৩সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ০৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ০৯টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম – বাস/রিক্সা/ইজিবাইক
জ) শিক্ষার হার – ৮৫%। (২০১১এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
নিম্ন মা্ধ্যমিক বিদ্যালয়-০১ টি
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
মাদ্রাসা- ২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – আইয়ুব আলী
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি নতুন ভবন স্থাপন কাল –নাই।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৭/০২/২০২২ইং
২) প্রথম সভার তারিখ – ০৪/০৩/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ–
ঢ) গ্রাম সমূহের নাম –
১. কাজুলিয়া
২. বাজুনিয়া
৩. শেওড়াবাড়ী
৪. পিঠাবাড়ী
৫. ভোজেরগাতী
৬. পূর্ব বাজুনিয়া
৭. জলিলপাড়
৮. রায়পাশা
৯. দত্তডাঙ্গা
মোট জনসংখ্যা–২২,২৩২জন। পুরুষ- ১৫,১২৫ জন, নারী- ৭,১০৭ জন।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর-১ জন
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস